মোঃ আমিরুল ইসলাম(আকন)।। দাগনভূঞা(ফেনী) শিক্ষানবিশ প্রতিনিধি
আজ ১৯ শে অক্টোবর রোজ শনিবার, বিকেল ৩ ঘটিকা থেকে, দাগনভূঞা আতাতুর্ক স্কুল অডিটোরিয়ামে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমানবৃন্দ ছিলেন ,প্রধান অতিথি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া অঞ্চল পরিচালক, কুমিল্লা অঞ্চল ওলামা মাশায়েখ বিভাগ।
বিশেষ অতিথিঃ উপদেষ্টা, ফেনী জেলা ওলামা মাশায়েখ বিভাগ মুফতি আব্দুল হান্নান সাহেব
প্রধান আলোচক মুফতি ফারুক আহমেদ জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি।
বিশেষ আলোচক মাওলানা গাজী সালাউদ্দিন প্রধান উপদেষ্টা, ওলামা মাশায়েখ বিভাগ দাগনভূঞা উপজেলা।
বিশেষ আলোচক মাওলানা কামরুল আহসান প্রধান উপদেষ্টা, ওলামা মাশায়েখ বিভাগ দাগনভূঞাপৌরসভা।
সভাপতিত্ব করেন মাওলানা আব্দুজ জাহের সভাপতি, ওলামা মাশায়েখ বিভাগ দাগনভূঁইয়া উপজেলা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা ইমাম উদ্দিন মিয়াজি সভাপতি, ওলামা মাশায়েখ বিভাগ দাগনভূঞা পৌরসভা।