বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগদাগনভূঞা উপজেলার ৭ নং মাতুভূঁইয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়

দাগনভূঞা উপজেলার ৭ নং মাতুভূঁইয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়

মোঃ আমিরুল ইসলাম (আকন)। দাগনভূঞা ফেনী) শিক্ষানবিশ  প্রতিনিধি:

শুক্রবার সকাল ৮’টায় মাতুভূঁইয়া করিম উল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন কর্মী  সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন সেক্রেটারি শিল্পী,  আব্দুল হালিমের সঞ্চালনায়

প্রধান অতিথি : ডাঃ ফখরুদ্দিন মানিক

কেন্দ্রীয় সূরা সদস্য ও সহকারী সেক্রেটারি ঢাকা মহানগর উত্তর, চেয়ারম্যান ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) উন্নয়ন পরিষদ।

সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

তিনি বলেন…

বাংলাদেশে সরকার এসেছে সরকার গিয়েছে কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি।

 

এখনো সারাদেশে শহীদদের রক্ত শুকায়নি। যদিও বৈষম্যবিরোধী আন্দোলন করা হয়েছে তবে বৈষম্য এখনো যায়নি। এসময় তিনি সুন্দর ও স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহবান জানান। তিনি আরো যোগ করেন নিষিদ্ধ ফ্যাসিস্ট শক্তি এই তিনমাসে অনেক ষড়যন্ত্র করেছে সামনে যদি করতে চায় তাহলে ছাত্র জনতা তাদের প্রতিহত করবে।

 

প্রধান বক্তা :

মুফতি আব্দুল হান্নান

বাংলাদেশ জামায়াতে ইসলামী  কেন্দ্রীয়  মজলিশে  শুরা সদস্য ও আমীর,ফেনী জেলা।

 

বিশেষ অতিথি:

বিশিষ্ট শিল্পপতি, মেজবাহ উদ্দিন সাঈদ

এফবিসিসিআই সদস্য, ও

শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী  ঢাকা মহানগর দক্ষিণ।

 

বিশেষ বক্তা :

মাওলানা গাজী সালেহ উদ্দিন

আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী  দাগনভূঁইয়া উপজেলা।

 

সভাপতিত্ব করেন: মাওলানা নূরুল আমীন আমীর,বাংলাদেশ জামায়াতে ইসলামী

৭ নং  মাতুভূঁইয়া  ইউনিয়ন ।

সম্মেলনে বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই- আগস্ট বিপ্লবে আহত- এবং শহীদদের স্মৃতিচারণ,ও মহান আল্লাহর দরবারে  দোয়া কামনা করা হয়, এবং অবিলম্বে  খুনিদের ফাঁসির দাবি করেন।

বক্তারা আরো বলেন…. প্রত্যেকটা জামায়াত কর্মীকে দেশ ও জাতির  কল্যাণে নিরলস  ভূমিকা পালন করতে হবে।

সামাজিক উন্নয়ন কাজে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

সত্যিকারের দেশপ্রেম নিয়ে প্রকৃত   সমাজকর্মী হতে হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments