সহিদুর রহমান বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়ন পরিষদ হল রুমে চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী নির্বাচিত হওয়ার দুই বছর পূর্তি উপলক্ষে সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় (০৩-জানুয়ারি-২৪ খ্রিষ্টাব্দ) শনিবার দুপুর ১২টায়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরীর সভাপতিত্বে ও পরিষদ সচিব আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার চারখাই ডেভেলপমেন্ট এ্যসোসিয়েশন যুক্তরাজ্যের সভাপতি এম এ কুদ্দুস,বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বদরুল হক চৌধুরী জালালাবাদ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আলিম উদ্দিন, দুবাই প্রবাসী এনাম উদ্দিন সহ এলাকার রাজনৈতিক সামাজিক ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ইউপি সদস্য বৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হোসেন মুরাদ চৌধুরী গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে অংশগ্রহণ করে বিপুল ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হন গত-০৩/০২/২০২২ ইংরেজি তারিখে শপথ গ্রহণের মাধ্যমে পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন আজ দুই বছর পূর্তি উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে দুই বছরের মধ্যে সরকারি ও বেসরকারি উন্নয়ন, সামাজিক কর্মকান্ড তিনির বক্তব্যে তুলে দরেন।
এবং প্রতিশ্রুতি অনুযায়ী পরিবর্তন সম্পন্ন করতে কিছুটা সময়ের প্রয়োজন, তার আমলে সবকিছু পরিবর্তন সম্ভব হবে বলে আশ্বস্ত করেন। এবং ইউনিয়ন বাসীর সহযোগীতা কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন গ্রেটার চারখাই ডেভেলপমেন্ট এ্যসোসিয়েশন যুক্তরাজ্যর সভাপতি এম এ কুদ্দুস, যুক্তরাজ্য প্রবাসী বদরুল হক চৌধুরী, ইউপি সদস্য সিদ্দিকুর রহমান, জাবেদ তাপাদার জাবু,আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, চারখাই ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সাঈদুল আলম, দলিল লেখক মামুনুর রশীদ মামুন প্রমুখ।
সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উপস্থিত সকলের জন্য মধ্যাহ্ন ভোজের ব্যবস্তা গ্রহণ করা হয়।