বাড়িচট্টগ্রাম বিভাগখাগড়াছড়ি জেলাদীঘিনালায় তারুণ্যের উৎসব উদ্বোধন

দীঘিনালায় তারুণ্যের উৎসব উদ্বোধন

বিমল পাল,দীঘিনালা(খাগড়াছড়ি) প্রতিনিধি, 

খাগড়াছড়ির দীঘিনালায় তারুণ্যের উৎসব- ২০২৫ এর উদ্বোধনী করা হয়েছে।  এ উপলক্ষে ১৫ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি)সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে  তারুণ্যের উৎসব উদ্বোধন উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল ও সেচ্ছাসেবীদের অংশ গ্রহণে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে দীঘিনালা থানা বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের আয়োজিত তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে দিনব্যাপি মেডিকেল সেবা ক্যাম্পে ও ১৫ দিনব্যাপী নানান অনুষ্ঠানের উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ। এ সময় উপজেলা শিক্ষা অফিসার সাইফ উদ্দীন বিপ্লবের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ বলেন, ‘দেশ স্বাধীনের আগে থেকে যতগুলো বিপ্লব হয়েছে সবটাতেই মুখ্য ভুমিকায় ছিলো তরুণরা। আমরা তাদের নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।’এ সময় আরো বক্তব্য রাখেন দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো: শফিকুল ইসলাম প্রমূখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments