দীঘিনালা প্রতিনিধি,
পার্বত্য অঞ্চলের শান্তি সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনীর ভূমিকা অতুলনীয়। সেনাবাহিনী দূর্গম এলাকায় জনগোষ্ঠী সম্প্রদায়ে জীবনমান উন্নয়ন লক্ষে শিক্ষা, চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছে। খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার দীঘিনালা ইউনিয়নের দূর্গম মধ্যবানছড়া দীঘিনালা জোনের ৪ই বেংগলের সেনাবাহিনীর পক্ষ থেকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। সোমবার(০২ডিসেম্বর ) সকালে দীঘিনালা ইউনিয়নের দূর্গম মধ্যবানছড়া এলাকায় মধ্যবানছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাহাড়ী সম্প্রদায়ের মধ্যে দীঘিনালা জোনের ৪ই বেংগলের সেনাবাহিনীর পক্ষ থেকে চিকিৎসা সেবা প্রদান করেন দীঘিনালা জোন অধিনায়ক লে:কর্নেল ওমর ফারুক পি এস সি, জোনের মেডিকেল অফিসার আরএমও মো: রাকিবুল ইসলাম রনি। এসময় উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন এমএ মোমেন শিহাব, সিনিয়র ল্যান্স কর্পোরেট নিজাম রহমান, এবং জোন অ্যাপেস দেলোয়ার হোসেন, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা, সাংবাদিক আল আমিন এসময় মধ্যবানছড়া দেড়শতাধিক পাহাড়ী সম্প্রদায়ের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
চিকিৎসা সেবা নিতে এসে প্রদিপ চাকমা(৭৫),লিকসম চাকমা(৭০) পনিভূষন চাকমা(৬৫) বলেন, আমার দূর্গম এলাকায় বাস করি চিকিৎসা সেবা নিতে অনেক কষ্ট হয়। সেনাবাহিনী আমাদের দূর্গম এলকায় এসে চিকিৎসা সেবা দিতেছে এতে আমাদের মত বয়স্ক রোগীরা অনেক উপকৃত হইছে। আমরা সেনাবাহিনীকে অনেক ধন্যবাদ জানাই তারা পার্বত্য অঞ্চলের মানুষের জন্য অনেক কাজ করে।