দীঘিনালা প্রতিনিধি,
খাগড়াছড়ির দীঘিনালায় যথাযোগ্য মর্যাদা মহান বিজয় দিবস- ২০২৪ উদযাপন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটি কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা মো: মামুনুর রশীদ, দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকারিয়া, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো সোহেল, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো: সেলিম এবং সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তার পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এ ছাড়াও উপজেলা পরিষদ চত্বরে ০১দিনব্যাপি বিজয মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ। এসময় অন্যদের মধ্যে দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আবুল কাশেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তনয় তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার সাইফ উদ্দীন বিপ্লব, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মো সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও বিজয় দিবস সস্মাননা স্বারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ দিকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে রাজনৈতিক দলগুলোও মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি পালন করেছে। এ উপলক্ষে দীঘিনালা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে উপজেলা বিএনপির সভাপতি মো শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো জয়নাল আবেদীন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন। এ ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও ছাত্র পরিষদ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফন্ট -ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতাকর্মীরা মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন দলীয় নেতাকর্মীরা।