
ধামরাই(ঢাকা)শিক্ষানবিশ প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে উত্তর পাঠানটোলা, ফেকন বিবি ওয়াকফ জামে মসজিদ (স্থাপিত – ১৮১২), ফেকন বিবি কতৃক দানকৃত জায়গা মসজিদের নামে দলিল করে যান সর্বমোট ১১৪ শতাংশ, (ইসি নং-১৬৭)।
দীর্ঘ ৪৫/৫০ বছর দখল করে ছিলো কতিপয় কিছু নামধারী লোভী মানুষ, মসজিদের জায়গা নিজেদের নামে রেকর্ড করে এতদিন ভোগ করে আসছিলেন সুবিধাভোগী কিছু পরিবার। ক্ষমতার অপব্যবহার করে এতদিন মসজিদের জায়গা ভোগের পাশাপাশি এলাকার মানুষকে নানা রকম অত্যাচার করতো।
গত ৪/৫ বছরের চেষ্টা পরবর্তী এলাকার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ধামরাই থানা ওসি মহোদয় ও উপজেলা নির্বাহী অফসার এস সহযোগিতায় সবশেষে উদ্ধার হোলো মসজিদের সর্বমোট ১১৪ শতাংশ জায়গা।
মসজিদের জায়গা রক্ষা পাওয়ায় এলাকায় মানুষ অনেক খুশি হয়।