কসবা(ব্রাহ্মণবাড়িয়া)নিজস্ব প্রতিনিধি
আহ্বায়ক কমিটিতে দায়িত্ব পেয়েছেন।আহ্বায়ক ঃ তানিয়া সুলতানা সদস্য সচিব ঃ মোঃ দিদারুল ইসলাম
গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের বিএমএ ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস জাভেদ। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক সহ-সভাপতি মোঃ আবু জামালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাকিব উদ্দিন চৌধুরী, হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সদর উপজেলার সাধারণ সম্পাদক শামসুন্নাহার, কসবা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুল বাশার সুমন, বিজয়নগর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ শাহীন মিয়া, নবীনগর উপজেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফরহাদ, সরাইল উপজেলার সাধারণ সম্পাদক মনির হোসেন, আশুগঞ্জ উপজেলার সভাপতি মোঃ কবির হোসেন, আখাউড়া উপজেলার সংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমিন, বাঞ্ছারামপুর উপজেলার বসির আহমেদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুকুর রহমান, ইকবাল, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মোনায়েম, আক্কাস আলী, এফ আই রাব্বি, এস কে রিমন, নোমান নিয়া, আতিকুল ইসলাম রনি, নাজমা আক্তার, জহির মিয়া, রাসেল মিয়া সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
সভায় সকল উপজেলার মতামতের ভিত্তিতে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পূর্বের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
পরে সকল উপজেলার হেলথ এসিস্ট্যান্টদের মতামতের ভিত্তিতে এবং সর্বসম্মতিক্রমে তানিয়া সুলতানা (কসবা) কে আহবায়ক ও মোঃ দিদারুল ইসলাম (সদর) কে সদস্য সচিব মনোনীত করে ৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন জহিরুল কবির শিহাব (সরাইল), সাইফুল ইসলাম ফরহাদ (নবীনগর), মোঃ শাহীন মিয়া (বিজয়নগর), মোঃ কবির হোসেন (আশুগঞ্জ), মোঃ আল আমিন (আখাউড়া), বশির আহাম্মদ (বাঞ্ছারামপুর), জুলহাস শাহ (নাসিরনগর)।
পরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন ডাঃ নোমান মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান।