
মোহাম্মদ আব্দুল হামিদ, হোমনা (কুমিল্লা) বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার, হোমনা উপজেলা, ভাষানিয়া ইউনিয়ন, কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) উদ্যোগে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জনাব অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া। সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: আলহাজ্ব মোঃ মহিউদ্দিন। সভাপতি, হোমনা উপজেলা (বিএনপি)।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন: মোঃ রেজাউল করিম মামুন, সভাপতি ৭ নং ভাষানিয়া ইউনিয়ন (বিএনপি)।
সঞ্চালনায় ছিলেন: মোহাম্মদ আলী মেম্বার, সাধারণ সম্পাদক ৭ নং ভাষানিয়া ইউনিয়ন (বিএনপি)।
উক্ত অনুষ্ঠানে আরো অনেকেই উপস্থিত ছিলেন।
দীর্ঘ ১৬ বছর পর খোলামেলা পরিবেশে সকলে একসাথে
ইফতার করতে পেরে সকলে আনন্দ উপভোগ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন: ভাষানিয়া ইউনিয়নের
ছাত্রনেতা মোঃ আব্দুল হামিদ। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর পর সকলে একসাথে ইফতারি করতে পেরে অনেক আনন্দ লাগছে। আল্লাহ তাআলা যেন সকলের রোজা কবুল করে। এবং সকলকে ভালো পথে চলার তৌফিক দান করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন: তিনি যদি এমপি নির্বাচিত হতে পারেন তাহলে ভাষানিয়া ইউনিয়ন কাশিপুর গ্রামে একটি কলেজ স্থাপন করবেন এবং কাশিপুর খেলার মাঠ কে একটি স্টুডিয়ামে রূপান্তরিত করবেন এই আশ্বাসও দিয়েছে।
তিনি আরো বলেন, দলের নাম দিয়ে কেউ যদি কোন অপকর্ম, চাঁদাবাজি ও টেন্ডারবাজি করে তাহলে তাকে দল থেকে বহিষ্কার ঘোষণা করা হবে।
পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে তাবারক বিতরণী দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।