বাড়িআইন-আদালতদু’পক্ষের সংঘর্ষে অটোরিকশা চালক নিহত

দু’পক্ষের সংঘর্ষে অটোরিকশা চালক নিহত

জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে সিলেটের বিশ্বনাথে দু’পক্ষে সংঘর্ষে ছয়ফুল ইসলাম(২৮) নামের সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত ও ৪ জন আহত হয়েছেন। ছয়ফুল উপজেলার দৌলতপুর ইউনিয়নের চড়চন্ডি গ্রামের আব্দুল মান্নানের পুত্র।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, চড়চন্ডি গ্রামের আব্দুল আজিজ মুন্সি ও নূরুল আমিন যায় কিছু দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় গুরুতর আহত হন আব্দুল আজিজ মুন্সি পক্ষের ছয়ফুল ইসলাম। তাৎক্ষণিক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাছাড়া সংঘর্ষে আব্দুল আজিজ মুন্সি পক্ষের আহতরা হল নিহত ছয়ফুল ইসলামের ভাই বদরুল ইসলাম (৩২) ও ফখরুল ইসলাম (৩৫)। অপর পক্ষের আহতরা হলেন মৃত আব্দুল গফুরের পুত্র নূরুল ইসলাম (৪৮) ও নূরুল আমিন (৪৫)

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments