বাড়িময়মনসিংহ বিভাগনেত্রকোণা জেলাদুর্গাপুরে পিকনিক বাসের চাপায়  পথচারী নিহত ,আটক চালক

দুর্গাপুরে পিকনিক বাসের চাপায়  পথচারী নিহত ,আটক চালক

আরিফুর রহমান পাপন , দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুরে পিকনিকে আসা একটি বাসের চাপায় আব্দুর রশিদ (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের রাসটিলা নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত পথচারী ঐ ইউনিয়নের বিজয়পুর এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,সোমবার দুপুরের দিকে ময়মনসিংহ থেকে বিজয়পুরের দিকে আসছিল প্রান্তিক সুপার নামের পিকনিক বাসটি। পথে কুল্লাগড়া ইউনিয়নের রাসটিলা নামক এলাকায় এসে পথচারী আব্দুর রশিদকে পিছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনা ঘটিয়ে ঘাতক বাসটি পালিয়ে যেতে চাইলে স্থানীয় উত্তেজিত জনতা বাসের চালককে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ ও বাস চালককে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার পরিদর্শক  তদন্ত মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাস চালক সেলিম মিয়াকে  আটক করা হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments