
আরিফুর রহমান পাপন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় চিকিৎসা সেবায় নিয়োজিত ৩ প্রতিষ্ঠান সিলগাল করা হয়েছে। তাছাড়াও আরো ১টি প্রতিষ্ঠানকে কঠিনভাবে সর্তক করা হয়।
শনিবার দুপুরে পৌর শহরের বিভিন্ন এলাকায় ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান পরিচালনা করেন জেলা সিভিল সার্জন ডাঃ সেলিম মিয়া। সহযোগিতায় ছিলেন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোছাঃ জেবুন্নেছা এবং পুলিশের একটি টিম।
এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোছাঃ জেবুন্নেছা জানান,নানা অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের প্রতিষ্ঠান সিলগালা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।