আজ শনিবার সকাল ছয়টায় জগদল "হাসান ফিলিং স্টেশন" এর তেল পরিবহন কারী ট্যাংক-লড়িটি দিনাজপুর পার্বতীপুর যাওয়ার পথে লক্ষিরহাট(দেবীগঞ্জে)- অপরদিক থেকে আসা ইট বোঝাই ১০ চাকা ট্রাকের ড্রাইভার ঘুমন্ত অবস্থায় ট্যাংক লড়িকে সজোড়ে আঘাত করে গাড়িটি খাদে পড়ে যায়। এতে দুইজন গুরুতর আহত হয়ে দেবীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাস্থলে দেবীগঞ্জ থানার পুলিশ এসে গাড়ি দুইটি থানায় নেওয়ার ব্যবস্হা করেন।