
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ:
ঝালকাঠির কাঠালিয়ায় দেশব্যাপী চলমান ধর্ষণ, হত্যা, শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে গণস্বাক্ষরতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ মার্চ মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটের সময় কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে উপজেলার সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ এর আয়োজন করেন। এসময় তারা নানা শ্লোগানে প্রতিবাদ জানান, আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠায় নাই। চলো যাই যুদ্ধে ধর্ষকের বিরুদ্ধে। আমি কে তুমি কে আছিয়া আছিয়া। আমার বোনের কান্না আর না আর না।
গণস্বাক্ষরে বক্তব্য রাখেন, কাঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থী মেহজাবিন রাইসা, কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসকিন তাবাসুম মাইশা প্রমুখ। বক্তারা ধর্ষকদের তিন দিনের মধ্যে জন সম্মুখে ফাঁসির দাবি জানান।
এ সময় উপজেলার সর্বস্তরের শিক্ষার্থীরাসহ সাধারন পথচারীরা গণস্বাক্ষরে অংশগ্রহণ করে ।