
নিজস্ব প্রতিবেদক,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সাংস্কৃতিক পর্বের ‘ক’ বিভাগে দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম হয়েছে নিহার চৌধুরী। সে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
সোমবার(২৯এপ্রিল) দুপুরে উপজেলার আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা হয়।উপজেলার ২৪ টি মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
নিহার উপজেলার বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজের নির্মল চৌধুরী এবং নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিপীকা সূত্রধরের ছেলে।
জানা যায়,নেহার চৌধুরী ২০২৩সালের আন্ত:প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা,জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ও স্কুল অফ আর্ট প্রতিযোগিতায় লোকগীতি,রবীন্দ্র সংগীত, উচ্চাঙ্গ সংগীত ও আবৃত্তিতে জেলা ও উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে প্রথম হয়।
এছাড়াও ২০২২সালে নিহার চৌধুরী উপজেলা ও জেলা পর্যায়ে জাতীয় শিশু, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট অংশগ্রহণ করে অনেক পুরস্কার অর্জন করে।তন্মধ্যে দেশাত্মবোধক গান,রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত ও উচ্চাঙ্গ সংগীতে প্রথম স্থান লাভ করে নিজের উপজেলায় সকলের পরিচিত মুখ হয়ে উঠে।
নিহার চৌধুরী জানায়,আমার ইচ্ছা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে দেশ সেরা হয়ে এলাকার সুনাম বয়ে আনা। তবে আমার এ সফলতার পেছনে মা-বাবার অবদানই সবচেয়ে বেশি।