
আবু সালেহ মোঃ হামিদুল্লাহ , কটিয়াদী(কিশোরগঞ্জ) নিজস্ব প্রতিনিধি।
সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি, ছিনতাই, নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনায় কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি ) দুপুরে কিশোরগঞ্জ শহরের সাধারণ শিক্ষার্থী ব্যানারে আয়োজিত এ সড়ক অবরোধে জেলার বিভিন্ন স্কুল-কলেজের কয়েকশ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধের কারণে সেখানে শত শত যানবাহন আটকে যায় ফলে জেলার বড়পুল এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অবরোধকারীরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে এসব নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অতিদ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানায়। অন্যথায় প্রশাসনের বিরুদ্ধে তারা আরো কঠোর আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দেয়।
বিক্ষোভ প্রদর্শন শেষে দুপুর আড়াইটার দিকে অবরোধ কর্মসূচি তুলে নিলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এর আগে শিক্ষার্থীরা বিভিন্ন লেখা যুক্ত ব্যানার, ফেস্টুন নিয়ে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে।