বাড়িখুলনা বিভাগখুলনা জেলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামীতে যোগ দিন -মিয়া গোলাম পরওয়ার

দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামীতে যোগ দিন -মিয়া গোলাম পরওয়ার

মো: নাসিরুল ইসলাম, ফুলতলা(খুলনা)বিশেষ প্রতিনিধি

২৮ এপ্রিল বাংলাদেশ জামায়াতের ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য জামায়াতে ইসলামীর বিকল্প নেই। জামায়াত সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে সৎ, যোগ্য ও দক্ষ জনশক্তি তৈরি করতে চায়। জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে দেশে শান্তি-শৃংখলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করুন।
রোববার বিকালে ফুলতলা স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী ফুলতলা উপজেলা শাখা আয়োজিত কেন্দ্র ঘোষিত দেশব্যাপী গণসংযোগ পক্ষ উপলক্ষ্যে সহযোগী সদস্য সংগ্রহ অভিযান- ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আঃ আলীম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হুসাইন, সেক্রেটারী ম্ন্সুী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাষ্টার শেখ সিরাজুল ইসলাম, যুব বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ। উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা সাইফুল হাসান খানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা শেখ ওবায়দুল্লাহ, কর্মপরিষদ সদস্য ও উপজেলা যুব বিভাগের সভাপতি শেখ মোঃ আলাউদ্দিন, কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. আজিজুল হক, উপজেলা পেশাজীবি বিভাগের সভাপতি মোঃ নজরুল ইসলাম জমাদ্দার, দামোদর ইউনিয়ন আমীর ইঞ্জিনিয়ার শাব্বির আহমদ, ফুলতলা ইউনিয়ন আমীর মাষ্টার মফিজুল ইসলাম, জামিরা ইউনিয়ন আমীর আলহাজ্ব মোঃ শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আঃ রহিম খান, সেক্রেটারী মোঃ মুজাহিদুল ইসলাম প্রমুখ। এ সময় ব্যবসায়ী, শিক্ষক, অমুসলিমসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তি বর্গ সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments