
মমিনুল ইসলাম ।। তজুমদ্দিন(ভোলা) প্রতিনিধি।
ভোলার তজুমদ্দিন উপজেলার দৈনিক দক্ষিণাঞ্চল ও দেশ চ্যানেল এর প্রতিনিধি সোলাইমান পোদ্দার এর পিতা জনাব মোঃ হানিফ পোদ্দার গত রবিবার সন্ধ্যা বাধ্যক জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেছেন।
তার ইন্তেকালে দৈনিক ভোরের অঙ্গিকার,আজকের বরিশাল, সত্য সংবাদ, কলমের কন্ঠ, বরিশালের ক্রাইমের তজুমদ্দিন উপজেলা প্রতিনিধিবৃন্দ শোক প্রকাশ করেছেন এবং দক্ষিনাঞ্চলের স্টাফ রিপোর্টার ও প্রভাষক ফুয়াদ মুজাহিদ শোক প্রকাশ করেছেন।