
এস এম মামুন সিপু। হাটহাজারী(চট্টগ্রাম) প্রতিনিধি।
আজ ২৩ মার্চ (২০২৫) রবিবার বিকাল ৪:৩০ টায় বাদ আছর চট্টগ্রামের শাহ্ আমানত দরগাহ লেইনস্থ তনজিমুল মোছলেমিন এতিমখানা মিলনায়তনে চট্টগ্রামের কৃতিপুরুষ, দৈনিক নয়াবাংলা’র প্রতিষ্ঠাতা সম্পাদক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল্লাহ আল্ ছগীর এর ৩৪ তম মৃত্যুবার্ষিকী স্মরণে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক এস.এম. জামাল উদ্দিন এতে সভাপতিত্ব করেন। সংগঠনের যুগ্ম মহাসচিব সাংবাদিক মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড এসোসিয়েশন অব প্রেস কাউন্সিল নির্বাহী পরিষদ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজ কল্যাণ ফেডারেশনের মহাসচিব হাফেজ মুহাম্মদ আমান উল্লাহ, দৈনিক নয়াবাংলা সম্পাদক জিয়াউদ্দিন এম এনায়েত উল্লাহ হিরু, ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী ও বিশিষ্ট আয়কর আইনজীবী মো. আমির হোসেন। দোয়া মাহফিল পরিচালনা করেন অধ্যাপক মাওলানা ফজলুল কাদের। বক্তাগণ বলেন, মরহুম আবদুল্লাহ আল ছগীর দেশের জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে সংবাদপত্র প্রকাশ করেছিলেন। বিট্রিশ ভারতে খ্যাতনামা ব্যক্তিরা সংবাদপত্র প্রকাশ করেন জনগণের সমস্যা, অভাব, অভিযোগ, দুঃখ-দুর্দশা তুলে ধরার জন্য। আবদুল্লাহ আল ছগীর সেই খ্যাতনামা ব্যক্তিদের অনুসরনীয় সহকর্মী ছিলেন। বক্তারা আরো বলেন, চট্টগ্রামে সংবাদপত্রের বিকাশে আবদুল্লাহ আল ছগীরের অবদান অপরিসীম। পূর্বাহ্নে তনজিমুল মোসলেমিন এতিমখানায় খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।