বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাদোলপূর্ণিমা উপলক্ষে দোলতরুণ সংঘের উদ্যোগে নানান আয়োজন 

দোলপূর্ণিমা উপলক্ষে দোলতরুণ সংঘের উদ্যোগে নানান আয়োজন 

প্রকাশ দত্ত, রাউজান প্রতিনিধি, চট্রগ্রাম 
আধার মানিক শ্রী শ্রী দোল তরুণ সংঘের উদ্যোগে শ্রী কৃষ্ণের দোল পূর্ণিমা উপলক্ষে আগামী ২৯ ফাল্গুন, ০১ও ০২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ,১৪,১৫ ও ১৬ মার্চ ২০২৫ ইংরেজী, রোজ শুক্র, শনি ও রবিবার   অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশ মাতৃকা, বিশ্বজনীন জাতির মঙ্গল শান্তি ও কল্যাণ  কামনায়,নগরকীর্তন, মঙ্গল  প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা, ধর্মীয় সঙ্গীতাঞ্জলী, মহতী ধর্মসভা ও সার্বজনীন ১৩ তম অষ্টপ্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে।
 ২৯ ফাল্গুন, ১৪ মার্চ রোজ শুক্রবার
সকাল ০৭ ঘটিকায় শ্রী শ্রী দোল পূজার শুভারম্ভ,
সকাল ০৯ ঘটিকায় শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও আবৃতি প্রতিযোগিতা, 
অংশগ্রহণে শ্রী শ্রী জ্বালাকুমারী গীতা বিদ্যাপীঠের শিক্ষার্থীবৃন্দ।
সকাল ১০ ঘটিকায় শ্রীমদ্ভগবদগীতা পাঠ পরিবেশন করবেন গীতানুধ্যায়ী রাখাশ সরকার,
মন্দিরের পৌরহিত্য করবেন জয় চক্ররর্তী,
দুপুর ১২ ঘটিকায় শ্রী শ্রী দোলপূজা ও রাধা গৌবিন্দের ভোগারতি,
দুপুর ০১ ঘটিকায় মহাপ্রসাদ আস্বাদন,
বিকাল ০৫ ঘটিকায় ধর্মীয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিবেশনায় শ্রী শ্রী দোল তরুণ সংঘের শিল্পী ও স্হানীয় শিল্পীবৃন্দ,
সন্ধ্যা ০৭ ঘটিকায় গোধূলি লগ্নে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তণের শুভ অধিবাস পৌরহিত্য  করবেন শ্রী গুরু ধামের অধ্যক্ষ শ্রীমৎ রন্ট্রি ব্রহ্মচারী। 
শুভ অধিবাস কীর্ত্তণ পরিবেশন করবেন অংকুশ দে।
রাত ১০ ঘটিকায় অন্নপ্রসাদ আস্বাদন
সার্বিক তত্ত্বাবধানে শ্রী শ্রী দোলতরুণ সংঘ কার্যকরী পরিষদ ও উপদেষ্টা মন্ডলী।
০১ চৈত্র, ১৫ মার্চ রোজ শনিবার ব্রাহ্মমুহুর্তে শ্রী শ্রী মহানাম যজ্ঞের শুভারম্ভ,
মহানাম সংকীর্তন পরিবেশন করবেন শ্রী গুরু কৈবল্যনাথ সম্প্রদায় – গোপালগঞ্জ।
শ্রীরাম সংঘ সম্প্রদায় – চট্রগ্রাম।
শ্রী গৌরাঙ্গ সম্প্রদায় -যশোর।
শ্রী নিতায় গৌর সম্প্রদায় – চট্রগ্রাম।
দুপুর ১ ঘটিকায় আনন্দ বাজারে অন্নপ্রসাদ আস্বাদন।
রাত ১০ ঘটিকায় অন্নপ্রসাদ আস্বাদন,
রাত ১২ ঘটিকায় শ্রীকৃষ্ণ ও গৌরলীলা পরিবেশনায় শ্রীরাম সংঘ সম্প্রদায় -চট্রগ্রাম।
০২ চৈত্র, ১৬ মার্চ রোজ রবিবার শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের ও নগরকীর্ত্তণ পরিক্রমার মধ্যে দিয়ে পূর্ণাহুতির সমাপ্তি হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments