বাড়িবাংলাদেশেদ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর মাকে নিয়ে উধাও গৃহশিক্ষক !!

দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর মাকে নিয়ে উধাও গৃহশিক্ষক !!

রুমন হোসেন জিলহজ্ব,লালমনিরহাট জেলা বিশেষ প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারীতে বাসায় প্রাইভেট পড়াতে আসা মেয়ের গৃহশিক্ষকের সঙ্গে কাকলি রানীর পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।বিষয়টি নিয়ে অত্র এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে। গত চারদিন ধরে তাদের কোন খোঁজ পাচ্ছেন না পরিবারের লোকজন।

এ ঘটনায় পলাতক নারী কাকলি রানীর স্বামী অমল ভুইমালি আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। শনিবার (৬ জুলাই) সন্ধ্যায় আদিতমারী থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম দৈনিক প্রথম বাংলা কে বিষয়টি নিশ্চিত করেন।

অভিযুক্ত সেই প্রাইভেট শিক্ষক আলামিন উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর সবজি বাজার এলাকার মোঃ ওসমান আলীর ছেলে।

জানা যায় যে, গৃহশিক্ষক আলামিন অমল ভুইমালির দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুকন্যা অর্পনা রায় অনুরাধাকে প্রতিদিন রাত ৯ টা থেকে ১১ পর্যন্ত প্রাইভেট পড়াত। একপর্যায়ে ভুক্তভোগী পরিবারের অমল ভুইমালির স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে ওই শিক্ষক।

বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী অমল ভুইমালি সপ্তাহ দুই আগে ওই শিক্ষককে তার মেয়েকে একদম পড়াতে নিষেধ করে দেন। পরে গত মঙ্গলবার সন্ধ্যার পর শিক্ষক আলামিন দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুকন্যার মা কাকলি রানীকে নিয়ে পালিয়ে যায়। হিন্দু নারীকে নিয়ে মুসলমান ছেলে নিরুদ্দেশ হওয়ার বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী অমল ভুইমালি বলেন, আমার স্ত্রীকে নিয়ে প্রাইভেট শিক্ষক পালিয়েছে। আমি থানায় অভিযোগ দিয়েছি। আমি গরিব মানুষ। আমি অর্থনৈতিকভাবে দুর্বল। থানা পুলিশ চার দিনেও আমাকে কোনো সহযোগিতা করল না। আমার স্ত্রীকেও খুঁজে পাইনি। শিশু কন্যাকে নিয়ে আমি বিপাকে আছি।

এলাকাবাসীরা জানান, প্রাইভেট পড়াতে এসে যদি ছাত্রীর মাকে নিয়ে শিক্ষক পালিয়ে যায়। তা হলে আর বাচ্চাদের পড়ালেখা করাবো কি করে। আমরা তাহলে কাকে বিশ্বাস করবো? শিক্ষক যদি এমন হয়। আমরা এর বিচার চাই।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, পরিবারের পক্ষ থেকে অমল ভুইমালি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি অতি গুরুত্বের সাথে দেখছি এবং ওই গৃহশিক্ষককে আটক করার চেষ্টা চলছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments