
রবি মিয়া ।। ধর্মপাশা(সুনামগঞ্জ)নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদররর শ্রী শ্রী সার্বজনীন কালী মন্দিরে মঙ্গলবার রাতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মন্দিরের দরজার লাগানো দুটি তালা ভেঙে সেখানে থাকা পাঁচ কেজি ওজনের পিতলের একটি কালী প্রতিমা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় ওই মন্দির পরিচালনা কমিটির সভাপতি দেবাশীষ চৌধুরী মিঠু (৪৯) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে বুধবার দুপুরে ধর্মপাশা থানায় একটি মামলা করেছেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও চুরি হওয়া পাঁচ কেজি ওজনের পিতলের কালী প্রতিমাটি উদ্ধার করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে।