বাড়িবাংলাদেশেধর্মপাশায়, পূর্ব-পুরুষদের নিয়ম রীতি পালনে ব্যস্ত গ্রামবাসী।

ধর্মপাশায়, পূর্ব-পুরুষদের নিয়ম রীতি পালনে ব্যস্ত গ্রামবাসী।

রবি মিয়া ।। ধর্মপাশা(সুনামগঞ্জ)নিজস্ব প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নের বাহিরকান্দা গ্রামে,পূর্ব পুরুষদের রীতি পালনে ব্যাস্ত গ্রামবাসী।মাঠের মাঝে ক্ষীর রান্না করে সূর্য অস্ত যাওয়ার আগে বিতরণ কার্যক্রম শেষ করলে দূর হয় কলেরা মহামারী। এ যেন  বিজ্ঞানের যুগেও জাহেলিয়াতের চিন্তা।তবে যুবকদের মধ্যে দেখা যায় ব্যতিক্রম,।মানতে রাজি না, অনেকেই। রোজ মঙ্গলবার (১২নভেম্বর) গ্রামের মাঠে এ সিন্নি বিতরণ অনুষ্ঠিত হয়। ১৯২৪ সালে এ গ্রামে কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা যায় অনেক মানুষ, মূলত,সেই সময় চিকিৎসা বিজ্ঞান উন্নত না থাকায়,সঠিকভাবে চিকিৎসা না পাওয়াই এ ঘটনার মূল কারণ। সে সময়  গ্রামের এক  বুযুর্গ এ সিন্নি প্রথার নির্দেশ দেন। সে সময় থেকেই প্রতি বছরের কার্তিক মাসের শেষের দিকে প্রায় ১শ বছর ধরে পূর্ব পুরুষদের রীতি পালন করে আসছে গ্রামবাসী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments