
রবি মিয়া ।। ধর্মপাশা(সুনামগঞ্জ)নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধর্মপাশা উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা শাখার সংগঠক আলী হাসান এতে সভাপতিত্ব করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী জহিরুল ইসলামের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য মহিউদ্দিন আরিফ, ফারুক আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আজহারুল ইসলাম দীপ্ত, রিফাত হাসান জনি, মোল্লা মাহমুদ হাসান, অনিক হাসান প্রমুখ। সভায় দ্রত সময়ের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দিয়ে ধর্মপাশা উপজেলা শাখার কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।