
অনুপ তালুকদার মধ্যনগর, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও গাছতলা বাজার বনিক সমিতির সভাপতি এরশাদ আকন্দের বিরুদ্ধে জিংলীগড়া মসজিদ সংস্কারের নামে বরাদ্দকৃত টিআর প্রকল্পের ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মসজিদ কমিটির সভাপতি ও সম্পাদকসহ মুসলিম জনতার মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
ধর্মপাশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তর সূত্রে জানা গেছে, ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর-নগদ টাকা) বিশেষ কর্মসূচির আওতায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জিংলিগড়া জামে মসজিদ ঘর সংস্কারের জন্য ৫০ হাজার টাকা প্রদান করেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন।
পাইকুরাটি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ওই প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি তা মসজিদ কমিটির কোন মুসল্লীর সেই টাকার কথা জানা নেই।
এরশাদ আকন্দ গোপনে ভুয়া ভাউচার দেখিয়া বরাদ্দের ৫০ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে,জিংলীগড়া গ্রামের বাসিন্দা একলেমুর রেজা ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকারের কাছে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অথচ মসজিদ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল হাসিম কারি । তিনিসহ মসজিদ কমিটির সদস্যরা সম্প্রতি বিষয়টি জানতে পারেন এবং এ নিয়ে মুসলিম জনতার মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। পাইকুরাটি জিংলিগড়া
মসজিদ কমিটির সভাপতি আব্দুল হাসিম কারি বলেন মসজিদের নামে বরাদ্দের কথা আমার জানা নেই । কয়েক দিন আগে লোকমুখে বিষয়টি শুনলাম। টাকা আত্মসাতের ঘটনা লজ্জাজনক। প্রয়োজনবোধে এমপি সাবকে অবহিত করা হবে।
অভিযোগের ব্যাপারে পাইকুরাটি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও গাছতলা বাজার বনিক সমিতির সভাপতি এরশাদ আকন্দ বলেন, টাকা উত্তোলন করা হয়েছে। এ টাকা দিয়ে মসজিদের উন্নয়ন কাজ করা হবে। আমি বর্তমান কমিটিকে জানিয়েছি,বলেছি যখন কাজ করবেন তখনি আমি টাকা দিব। আমি নিজে বিভিন্ন মসজিদে দান করি, মাত্র ৫০ হাজার টাকা আত্মসাত আমি করিনি। আমাকে হেও করারা জন্য কিছু অসৎ লোক রটিয়ে বেড়াচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রজেশ চন্দ্র দাস বলেন, ‘আমি শিগগিরই তদন্তের জন্য জিংলিগড়া গ্রামে যাব। ঘটনাটি বেশ আগের। তাই কাগজপত্র ঘেঁটে তথ্য বের করতে হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সকরর বলেন, এ ব্যপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তকরে প্রয়োজনিয় ব্যবস্তা গ্রহন করা হবে।