সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ রোড এলাকায় থাকা মুর্শেদ ব্রিক ফিল্ডের প্রতিষ্ঠাতা শফিকুল ইসলামের তিনতলা বিশিষ্ট বাসার ছাদের উপর থেকে শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কামলাবাজ গ্রামের মাদকব্যবসায়ী আলমগীর হোসেন (২৭), ফারুক মিয়া (৩২) ও প্রান্ত চন্দ্র সিংহকে ৩৫০গ্রাম গাঁজাসহ গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক জানান,ওই তিনজন মাদকব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। রবিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।