বাড়িবাংলাদেশেধর্মপাশায়, ৭জন জুয়াড়িকে বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে জরিমানা

ধর্মপাশায়, ৭জন জুয়াড়িকে বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে জরিমানা

রবি মিয়া ।। ধর্মপাশা প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নওধার গ্রামের সামনে থাকা গণ্ডাবেড় হাওরে জুয়া খেলার অপরাধে  জুয়াড়ি রুমান মিয়া (২২) কে ১০দিনের ও জুয়াড়ি উত্তম (৩৫), হৃদয় (২৬), হাইউল (২৪), জালাল মিয়া (৩৫), মানিক (২৭),বাপ্পী (২০) কে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড  এবং জুয়াড়ি জুয়েল মিয়া (১৯)কে ১০০টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের বাড়ি  উপজেলার বিভিন্ন গ্রামে।   সোমবার (২৮অক্টোবর) বিকেল চারটার দিকে উপজেলার  বৌলাম নবজাগরণ যুবসংঘের ৩০থেকে ৩৫জন সদস্য স্থানীয় গণ্ডাবেড় হাওর থেকে এই আটজন জুয়ারিকে আটক করে পুলিশকে খবরটি জানান। ওইদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান জুয়াড়িদেরকে এই দণ্ড দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মপাশা থানার এসআই বদিউজ্জামান, ইউপি সদস্য হামিদুল ইসলাম রতন, বৌলাম নবজাগরণ যুব সংঘের সভাপতি সাকিন শাহ প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments