বাড়িবাংলাদেশেসিলেট বিভাগধর্মপাশায়,আমন ফসলের বাম্পার ফলন, ব্যাস্ত সময়  পার করছে কৃষক । 

ধর্মপাশায়,আমন ফসলের বাম্পার ফলন, ব্যাস্ত সময়  পার করছে কৃষক । 

রবি মিয়া ধর্মপাশা (সুনামগঞ্জ)নিজস্ব প্রতিনিধিঃ 

সুনামগঞ্জের ধর্মপাশায়,আমন ফসলের বাম্পার ফলন। ধান মারাইয়ে ব্যাস্ত সময় পার করছেন কৃষকরা। নতুন ফসল ঘরে তুলতে মনের আনন্দে ধান শুকাতে ব্যাস্ত কৃষকের বধু।কৃষকেরা বলেন  বন্যায় পানি জমি ক্ষতিগ্রস্ত না হলে আমরা আরো ভালো ফসল পেতাম।  আল্লাহ তাআলা যা দিয়েছে তাতে আমরা সন্তুষ্টি।

এ সময় ,সোনালী ফসল ঘরে তুলার মনোরম দৃশ্য দেখা যায় গ্রাম গুলোতে। ধর্মপাশা উপজেলার কৃষি অফিসের সূত্রে জানা গেছে, এ বছর ৫২৭০ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে,। তবে সময় মত ভালো বীজ হাতে পেলে ও উৎপাদনের খরচ কম হলে, কৃষক বাচঁবে ও দেশ উন্নত হবে বলে  দাবী তাদের।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments