রবি মিয়া ধর্মপাশা(সুনামগঞ্জ)নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর কমিউনিটি ক্লিনিক ঘুড়ে দেখা যায় একই রকম চিত্র। সকাল নয়টা থেকেই শুরু হয় প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহনকারীদের উপস্থিতি।
মানুষের মৌলিক অধিকার চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং স্বাস্থসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হয়েছে কমিউনিটি ক্লিনিক।
সরকারের এমন উদ্যোগ ব্যস্তবায়ন করে যেমন সফলতা অর্জন করেছে তেমনিভাবে বেশ প্রশংসাও কুড়িয়েছেন আন্তর্জাতিকভাবেও।
প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্যসেবা নিচ্ছে গরীব দুঃখী ও অসহায় মানুষ। সেখান থেকে চিকিৎসা সেবা পেয়ে খুশী সুবিধাভোগীরা।
কমিউনিটি ক্লিনিকে দ্বায়িত্বে থাকা হেল্থ প্রোভাইডাররা বলেন, প্রশিক্ষণ প্রাপ্ত প্রসূতিদের মাধ্যমে নরমাল ডেলিভারি সহ মা ও শিশুর প্রাথমিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন এই কমিউনিটি ক্লিনিকে।
কমিউনিটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা সেবা নেওয়া সুবিধাভোগীরা বলেন, যেখানে, সর্দি,, জ্বর,কাশির মত সাধারণ অসুখের জন্য, টাকা খরচ করে বাজার গিয়ে ঔষধ আনতে হতো, এখন, কমিউনিটি ক্লিনিক থেকে বিনা মূল্যে পাচ্ছে ঔষধ সহ অনেক সেবা।
ইউনিয়ন পর্যায়ে সকল কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: সুবীর সরকার বলেন, প্রান্তিক মানুষদের স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে সকল ধরণের সুযোগ সুবিধা দিচ্ছে সরকার এবং সেই সাথে এখন থেকে কার্ডধারী ডায়াবেটিস রোগীরা পাবেন নিজ এলাকার ক্লিনিক থেকে বিনা মূল্যে ঔষধ।