বাড়িবাংলাদেশেসিলেট বিভাগধর্মপাশায় অবৈধ মাটি উত্তোলন: দুইজনকে জরিমানা, একজনের কারাদণ্ড

ধর্মপাশায় অবৈধ মাটি উত্তোলন: দুইজনকে জরিমানা, একজনের কারাদণ্ড

রবি মিয়া ধর্মপাশা,(সুনামগঞ্জ)নিজস্ব প্রতিনিধিঃ 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। এদের মধ্যে শহিদ ফকিরকে ৫০,০০০ টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে, আর ইমন মিয়াকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধর্মপাশা উপজেলার শয়তানখাল ও সৈয়দপুর এলাকা থেকে তাদের গাড়িসহ আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধর্মপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায়।

আটক শহিদ ফকির ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কলইড় গ্রামের আলকাছ মিয়ার ছেলে, আর ইমন মিয়া নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মো. আ. কাসেমের ছেলে।

তাদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments