
রবি মিয়া ,ধর্মপাশা(সুনামগঞ্জ)নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া, রংপুর, মুদাহরপুর কমিউনিটি ক্লিনিক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য্য কমপ্লেক্সে মা ও শিশুর স্বাস্থ্য সেবায় অবদান রাখায় বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে বুধবার সকাল ১১টার দিকে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের মা ও শিশু স্বাস্থ্য সেবা উন্নয়ন প্রকল্প এই আয়োজন করে। সহকারী স্বাস্থ্য পরিদর্শক আবদুল আজিজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুবীর সরকার। প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা সুব্রত চাকমার সঞ্চালনে বক্তব্য দেন সাংবাদিক সালেহ আহমদ,সেলিম আহম্মেদ, কান্দাপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি লাবনী আক্তার, রংপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মুহিবুর রহমান, মুদাহরপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ফাতেমাতুজ্জোহরা প্রমুখ।অনুষ্ঠানে এই চারটি প্রতিষ্ঠানের প্রত্যেকটিকে একটি করে ক্রেস্ট উপহার সংশ্লিষ্টদের হাতে তুলে দেওয়া হয়।