বাড়িবাংলাদেশেসিলেট বিভাগধর্মপাশায় , জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। 

ধর্মপাশায় , জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। 

রবি মিয়া  ধর্মপাশা(সুনামগঞ্জ)নিজস্ব প্রতিনিধি।

সাম্প্রতিক বাংলায় ইসকনের ঠাঁই নাই।আমার সোনার বাংলায় জঙ্গি ইসকনের ঠাঁই নাই।এই স্লোগানে মুখরিত চারপাশ। শনিবার সকাল ১০ টায় উপজেলার বিজয়২৪ মোড়ে তৌহিদী জনতা জমায়েত হয়।  জঙ্গি সংগঠন ইসকন কর্তৃক, মুসলিম আইন জীবী সাইফুল ইসলাম আলিফ কে জবাই করে হত্যার প্রতিবাদে এবং সংগঠনটি নিষিদ্ধের দাবি জানিয়ে উপজেলার সম্মিলিত উলামা পরিষদ এ বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।সম্মিলিত উলামা পরিষদের সভাপতি মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুখলেছুর রহমানের সঞ্চালনায়।এসময় বক্তব্য রাখেন  উপজেলা জমিয়তের সভাপতি, মাওলানা আজিজুর রহমান হাকিমী, জামাত নেতা,মুফতি মোবারক হোসেন আহমদ পুরী,ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান সিংপুরী খেলাফত নেতা, মাওলানা, মঈনুল ইসলাম,মহসিন উদ্দীন সুনামগঞ্জী হাফেজ ফয়সাল আমীন,মাওলানা হুজ্জাতুল্লা নাঈম ও জামাত নেতা রোখন মিয়া প্রমুখ। আলেম,উলামা ও তৌহিদী জনতার অংশগ্রহণে   মিছিলের একটি  বিরাট বহর উপজেলার বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে  বিজয়২৪ চত্বরে এসে জমায়েত হয়। মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা  ও জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবী জানান উপস্থিত নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments