বাড়িবাংলাদেশেসিলেট বিভাগধর্মপাশায়, দুই ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা

ধর্মপাশায়, দুই ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা

রবি মিয়া ধর্মপাশা(সুনামগঞ্জ)নিজস্ব প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা বাজারে অভিযান চালিয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি ও দুর্গন্ধযুক্ত বাসি মিষ্টি বিক্রি করার অপরাধে ব্যবসায়ী কবীর আহম্মদ (৪৫) কে দুই হাজার টাকা ও  ব্যবসায়ী জমির মিয়া (৪০) কে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া কবীরের বাড়ি উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামে ও জমিরের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের দশধরী গ্রামে।  বৃহস্পতিবার বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান এই আদালত পরিচালনা করেন। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন ধর্মপাশা থানার এসআই বদিউজ্জামান, সাংবাদিক  তনয় কান্তি চক্রবর্তী,  শ্যামল চন্দ্র সরকার, ব্যবসায়ী সোহান আহম্মেদ প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments