
রবি মিয়া ।। ধর্মপাশা(সুনামগঞ্জ)নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা ধর্মপাশা উপজেলা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জানুয়ারির প্রথম দিনই শিশুদের হাতে তুলে দিচ্ছেন বই, গাভী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের হাতে সুষ্ঠু সুন্দরভাবে বই তুলে দিচ্ছেন, প্রধান শিক্ষিকা শিখা রানী সরকার, ও সহকারী শিক্ষিকাসহ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো: আজিজুল ইসলাম
দেশের প্রতিটি স্কুলে স্কুলে এখন শুধু নতুন বইয়ের গন্ধ, আর এই গন্ধে মাতোয়ারা শিশুরা। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে ঝকঝকে নতুন বই তুলে দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন,
প্রতি বছরের ন্যায় এই বছরও জানুয়ারির প্রথম দিনেই শিশুদের হাতে তুলে দেন বই। ২০১০ সাল থেকে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ এর কার্যক্রম শুরু করেন।