
রবি মিয়া ধর্মপাশা(সুনামগঞ্জ)নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে প্রশিক্ষিত ধাত্রীদের নিয়ে নিরাপদ প্রসব বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের মা ও শিশু স্বাস্থ্য সেবা উন্নয়ন প্রকল্প এই সভার আয়োজন করে। এতে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, গণমাধ্যম কর্মী, প্রশিক্ষিত ধাত্রীসহ ৪০জন অংশ নেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. আফজালুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জয়শ্রী ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক সজল আমিন, সাংবাদিক সালেহ আহমদ, সেলিম আহম্মেদ, সিএইচসিপি মুহিবুর রহমান, রেহানা আক্তার, প্রশিক্ষিত ধাত্রী মীম আক্তার প্রমুখ।