বাড়িবাংলাদেশেসিলেট বিভাগধর্মপাশায়, পাইকুরাটি ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ধর্মপাশায়, পাইকুরাটি ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

রবি মিয়া ধর্মপাশা নিজস্ব প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের পাইকুরাটি গ্রামের নিজ বসতঘর থেকে গত রবিবার (১৫ডিসেম্বর) রাতে মিষ্টার মিয়া (৩২) নামের  এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জাতীয় শ্রমিক লীগের পাইকুরাটি ইউনিয়ন শাখার সহ অর্থ সম্পাদক পদে রয়েছেন।

         ধর্মপাশা থানার  ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, নাশকতার প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মপাশা উপজেলা শাখা ছাত্র লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫থেকে ২০জনকে আসামি করে গত ৭ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়। এই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে জাতীয় শ্রমিক লীগের পাইকুরাটি ইউনিয়ন শাখার সহ অর্থ সম্পাদক মিষ্টার মিয়াকে রবিবার রাত সাড়ে ১২টার দিকে নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাঁকে  ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে  সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments