
রবি মিয়া, ধর্মপাশা নিজস্ব প্রতিনিধি।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের দিকজান গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবলীগের উপ দপ্তর সম্পাদক রেজাউল করিম তপন (৪২)কে উপজেলা সদরের আনন্দমোড় এলাকা থেকে রবিবার (২০অক্টোবর) বিকেল সোয়া চারটার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, আইনশৃঙ্খলা ভঙ্গের অপরাধে চলতি বছরের সেপ্টেম্বর মাসে সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়। মামলা নম্বর -০৫(০৯)২৪। এই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে রেজাউল করিম তপনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে সুনামগঞ্জ সদর মডেল থানায় পাঠানো হয়েছে।