বাড়িবাংলাদেশেসিলেট বিভাগধর্মপাশা বৃষ্টির মত কুয়াশা ও ঠান্ডার জন্য কাজ করতে পারছে না কৃষকরা ...

ধর্মপাশা বৃষ্টির মত কুয়াশা ও ঠান্ডার জন্য কাজ করতে পারছে না কৃষকরা  । 

রবি মিয়া  ধর্মপাশা, সুনামগঞ্জ নিজস্ব প্রতিনিধি 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা হঠাৎ করেই ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে চারপাশা,।গত কয়েক দিনের তুলনায় আজ বেশি করে ঝড়ছে বৃষ্টির মত কুয়াশা। রবিবার সকালে এমন দৃশ্য দেখা যায়,পুরো  উপজেলায়। এ যেনো,শীত শুরুর আগাম বার্তা জানানো হচ্ছে সকলের কাছে।ঘন কুয়াশা আর  অন্ধকারে, লাইট জ্বালিয়ে চলছে যান বাহন।আবার উপজেলার বিভিন্ন জায়গায় দেখা যায় জন-শূন্য।তবুও  যেনো, কাজের দ্বায়িত্ব পালনের জন্য, যে যার মত করেই দ্বায়িত্ব পালনে নেমেছে   কৃষক তার কর্মস্থলে ।গ্রাম-ঘুরে দেখা যায় প্রচন্ড শীত ও ঠান্ডার মধ্যে   কৃষকদের কর্মযঙ্গে এমন দৃশ্য। কেউবা, ঘন কুয়াশা ভেদ করে বোরো আবাদের বীজ তলায় পানি দিচ্ছে, আবার পাশাপাশি  আমন ধান কাটা ও মাড়ায়ের কাজে ব্যস্ত কৃষক।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments