
মোঃ নাজমুল হোসেন জিয়ানগর , (পিরোজপুর) নিজস্ব প্রতিনিধি :
দেশব্যাপী ব্যাপক হারে ধর্ষণ, নারীদের প্রতি সহিংসতা,যৌন নিপীড়ন, অনলাইনে হেনস্থা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে পিরোজপুরের জিয়ানগর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সোমবার (১০মার্চ) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে কলেজ শাখার আহ্বায়ক বরকত উল্লাহ খান এর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমেদ
কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ মারুফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদস্য সচিব আলমগীর কবির মান্নু।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তান হাফিজ,অত্র কলেজের সহকারী অধ্যাপক জাকারিয়া হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো: আল-আমিন হোসেন, সদস্য সচিব ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম,তাসনিম আন-নুর অয়ন,সাইমুন আহমেদ রিয়াজুল ইসলাম,সবিন শিকদার ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল রানা সহ শিক্ষার্থী বৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে আসা ০৮বছরের শিশু আছিয়াকে ধর্ষণ সহ সারাদেশে ব্যাপক হারে ধর্ষণ, নারী নির্যাতন,নারীদের প্রতি সহিংসতা,যৌন নিপীড়ন, অনলাইনে হেনস্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ব্যাপক হারে বেড়ে গেছে। আছিয়া ধর্ষণ ছাড়াও এর আগে তনু হত্যা, নুসরাত কে পুড়িয়ে মারা সহ বাংলাদেশের কোন না কোন জায়গায় প্রতিদিন এরকম ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ।
আছিয়াকে ধর্ষণের সাথে জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে অতি দ্রুত বিচারকার্য শেষ করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং সকল ধর্ষণ,নারীদের প্রতি সহিংসতা,অনলাইনে হেনস্থা সহ নারীদের যৌন নিপীড়নের ব্যাপারে কঠোর আইন ও আইনের বাস্তবায়ন করতে হবে যাতে পরবর্তীতে এ ধরনের অন্যায় ও যৌন নিপীরণ করতে কেউ সাহস না পায়।
এ সময় তারা “আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই, সারা বাংলায় খবর দে, ধর্ষকদের ফাঁসি দে, জাস্টিস জাস্টিস,ওই ওয়ান জাস্টিস স্লোগান দেয়।”