প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ১০:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৫, ১১:২৮ এ.এম
ধর্ষণমুক্ত বাংলা গড়ার দাবিতে কসবা পৌর ছাত্রসমাজের মানববন্ধন।

কসবা, ব্রাহ্মণবাড়িয়া | ১১ মার্চ ২০২৫: "ধর্ষণমুক্ত বাংলা চাই, ধর্ষণের বিচার ফাঁসি চাই"—এমন দাবিতে কসবা পৌর ছাত্রসমাজের উদ্যোগে আজ সকালে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কসবা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি শেষ হয় মানববন্ধনের মাধ্যমে। এতে কসবা পৌর ছাত্রসমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মোঃ তানভীর আলম শাহীন, মিজানুর রহমান দুলাল, মোঃ মাহমুদুল হাসান, মোঃ হাসান চৌধুরী অনেকে। তারা তাদের বক্তব্যে সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণের বিচারের দাবি তোলেন।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "ধর্ষণের বিচার ১৫ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। অন্যথায় সাধারণ ছাত্রসমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।" তারা আরও বলেন, যদি ব্রাহ্মণবাড়িয়া ও কসবা উপজেলায় এ ধরনের কোনো ঘটনা ঘটে, তাহলে ছাত্রসমাজ অপরাধীদের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রতিরোধ গড়ে তুলবে।
মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত