বাড়িরংপুর বিভাগপঞ্চগড় জেলাধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

আহসান হাবিব , তেঁতুলিয়া(পঞ্চগড়)বিশেষ প্রতিনিধি:
ধর্ষণের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তেঁতুলিয়া শাখায় ।
শনিবার(১৫মার্চ) সন্ধায় ঐতিহাসিক তেতুলতোলা থেকে রেলিবের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোরে আলোচনা করে শেষ করেন।আলোচনায় ইসলামী ছাত্র আন্দোলন তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি আব্দুল কায়ুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পঞ্চগড় জেলা শাখার ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি শাহ পরান সুজন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শাহ প্ররান সুজন বলেন,যদি দ্রুততম সময়ে ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর না করা হয়,তাহলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুরআনের শাসন প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ শক্তি প্রদর্শন করবে।
তিনি মাগুরার শিশু আছিয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন,আছিয়া মিডিয়ার কল্যাণে শিরোনাম হলেও, হাজারো আছিয়া অপরাধীদের শাস্তি ছাড়াই হারিয়ে যায়। তাই, দ্রুততম সময়ে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার দাবি জানান।
এ সময় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা ইসলামী ছাত্র আন্দোলন সহ সভাপতি নাঈম ইসলাম,বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র যুব আন্দোলন জেলা শাখার রেদওয়ান খান, ইসলামী ছাত্র আন্দোলন তেঁতুলিয়া শাখার সাধারণ সম্পাদক হাসনাতুন জামান হিমেল,ইসলামী ছাত্র আন্দোলন তেঁতুলিয়া শাখার সহ সভাপতি সোহেল রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments