বাড়িবরিশাল বিভাগপিরোজপুর জেলা।ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে পিরোজপুর মহিলা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ,...

ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে পিরোজপুর মহিলা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভে বাধা দানকারী এক যুবক গ্রেপ্তার

মো: নাজমুল হোসেন জিয়ানগর (পিরোজপুর) নিজস্ব প্রতিনিধি :
ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। এ সময় ফরহাদ নামে এক যুবক বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।  
বুধবার (১২মার্চ)বেলা ১২ টার দিকে পিরোজপুর সিভিল সার্জন অফিসের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এসময় ফরহাদ নামে ওই যুবক শিক্ষার্থীদের জয়বাংলা স্লোগান দিতে বলে এবং বিভিন্ন ভাবে উত্যক্ত করে।
পিরোজপুর সরকারি মহিলা কলেজের বিক্ষোভকারী  শিক্ষার্থীরা বলেন, সকাল ১০ টার দিকে আমাদের মহিলা কলেজের সামনে শতাধিক শিক্ষার্থী মিলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে একটি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করি। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন বাস স্ট্যান্ড ও সাঈদী ফাউন্ডেশন হয়ে আবার মহিলা কলেজের সামনে আসতে ছিলাম। এ সময় সাঈদী ফাউন্ডেশনে সামনে থেকে এক যুবক আমাদের মিছিলের ভিডিও করতে থাকে এবং আমাদের বিভিন্ন ভাবে উত্যক্ত করতে থাকে। একপর্যায়ে ওই যুবক আমাদের জয়বাংলা স্লোগান দিতে বলে। আমরা না বললে এবং তাকে ভিডিও করতে বাধা দিলে সে আমাদের সম্পর্কে বাজে মন্তব্য করে।  ভিডিও করা অবস্থায় তাকে আটকালে আমাদের কাছ থেকে জোড় করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় আমরা তাকে সিভিল সার্জন অফিসের সামনে এসে আটক করে পুলিশের হাতে তুলে দেই।
এ বিষয়ে পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, একটি যুবক কলেজের মেয়েদের বিক্ষোভ মিছিলে উত্যক্ত করে এবং জয়বাংলা স্লোগান দিতে  বলে। পুলিশ এর সুষ্ঠু বিচার করবেন বলে আশ্বস্ত করেছেন।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে একটি যুবক শিক্ষার্থীদের উত্যক্ত করে। ওই যুবক পুলিশ হেফাজতে আছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments