প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৯:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৫, ৪:৪৫ পি.এম
ধর্ষণ, নির্যাতন ও অপরাধীদের শাস্তির দাবিতে ছাত্র-জনতার মশাল মিছিল

শ্যামল বর্মন শিমুল, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধীদের শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে নবীনগরে ছাত্র-জনতা।
আজ ১০/০৩ রোজ সোমবার সকাল ১১টার দিকে নবীনগর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নবীনগর প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা সমসাময়িক বিষয়ে স্লোগান দিতে থাকেন।
নবীনগর সরকারি কলেজের শিক্ষার্থী তানিশা বলেন, আমরা দেখছি সারাদেশে শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে। আমরা আন্দোলন করেও কোনো ফল পাইনি। মাগুরায় শিশু আছিয়ার ওপর নির্মম অত্যাচার করা হয়েছে। আমরা এই ৮ বছরের শিশুর ধর্ষকদের শাস্তি চাই। ধর্ষকের এমন শাস্তি হওয়া উচিত যেন পরবর্তীতে আর কেউ ধর্ষণ করার সাহস না পায়। আমাদের ছোট বোন ৮ বছরের শিশু আছিয়াও রক্ষা পেল না তিনটা পুরুষ থেকে। আমরা আজকে রাস্তায় নেমেছি ধর্ষকের বিচারের দাবিতে। আমরা প্রশাসনের কাছে স্পষ্টভাবে বলে দিতে চাই, ধর্ষকের দ্রুত বিচার করার জন্য। যদি বিচার করা না হয় আমরা মাগুরা পৌছাতে বেশি সময় নেব না।
নবীনগর সরকারি কলেজের ছাত্র রুহানি আহমেদ বলেন, আমরা চাই ধর্ষকের যেন প্রকাশ্যে এনে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আমাদের দেশে আর কখনো যেন ধর্ষণের মতো কোনো ঘটনা না ঘটে। আমরা যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের আর কোনো খবর না পাই।
তিনি জানান, ধর্ষকদের বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত