
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আলহাজ্ব আ. ন. ম. খলিলুর রহমান ভিপি ইব্রাহীম বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে দেশের উন্নয়নের কাজ করার সুযোগ দিন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি গনতন্ত্র, সুশাসন ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত। দীর্ঘদিনের রাজনৈতিক অস্হিরতা , ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি দেশের বিভিন্ন স্তরে সংকট সৃষ্টি করেছে। বিএনপির ৩১ দফায় গনতন্ত্র পুনরুদ্ধার ও শক্তিশালীকরনের স্পষ্ট পরিকল্পনা দেয়া হয়েছে। দেশের মানুষের ভোটের অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, দুর্নীতি মুক্ত দেশ গড়া, অর্থনৈতিক সমতা, শিক্ষা ও কর্মসংস্হানের ব্যবস্হা করা সহ আধুনিক রাষ্ট্র ব্যবস্হা গঠন করা হবে।
আমাদের সংকট এখনো শেষ হয় নাই। সামনে আরও সংকট আছে। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সকল প্রকার সংকটের মোকাবেলা করতে হবে। বাংলাদেশের কৃষকের মার্কা ধানের শীষ মার্কা।
ইফতার ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনা ও তারুণ্যে অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে দীর্ঘায়ু কামনা করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, বোয়ালী ইউনিয়ন শাখার উদ্যেগে বুধবার ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিন এ সব কথা বলেন।
বোয়ালী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো.আলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বোয়ালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক অরুন প্রসাদ মজুমদার বিশেষ ছিলেন বোয়ালী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো. শফিকুর রহমান মাষ্টার, বোয়ালী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো.জিন্নত আলী খান, কালিয়াকৈর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম মাহাবুর হোসাইন, কালিয়াকৈর উপজেলা কৃষি বিষয়ক সম্পাদক মো. আব্দুল মালেক খান, কালিয়াকৈর উপজেলা কৃষক দলের আহবায়ক মো.হাজী আব্দুল হান্নান, কালিয়াকৈর উপজেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাড. মো. আজিজুল হক। অনুষ্ঠান পরিচালনা বোয়ালী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক করেন মো. হুমায়ুন কবির।