বাড়িরংপুর বিভাগদিনাজপুর জেলাধান ক্ষেতের ডোবা থেকে নবজাতকের লাশ উদ্ধার।

ধান ক্ষেতের ডোবা থেকে নবজাতকের লাশ উদ্ধার।

মো:ফেরদৌস ওয়াহিদ, বীরগঞ্জ (দিনাজপুর)নিজস্ব প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজ হওয়ার তিনদিন পর ধান ক্ষেতে

মুহিবুল্লা (২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।

রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ছয়ঘটি গ্রামের পার্শ্ববর্তী একটি ধান ক্ষেতের ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

ওয়াহিদ সবুজ

মহিবুল্লা ওই এলাকার সাদিকুল ইসলামের ছেলে। স্থানীয় লোকজন ও পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলাম জানান,শিশু মহিবুল্লাহ গত তিনদিন ধরে নিখোঁজ হয়। রবিবার সকালে স্থানীয়রা শিশুটির মৃতদেহ ধান ক্ষেতের পাশে একটি ডোবার মধ্যে পড়ে থাকতে দেখতে পেয়ে পাশের বাড়ির লোকজনকে খবর দেন। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। শত শত নারী-পুরুষ উৎসুক জনতা ঘটনাস্থলে ভীড় জমায়। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল গফুর জানান, বিষয়টি জানার পর খোঁজখবর নেওয়ার জন্য থানার এ এস আই রাজিউর রহমানকে পাঠানো হয়েছে। আমরা রহস্য উদঘাটনের চেষ্টা করবো।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments