বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলাধামইরহাটে অসুস্থ গরু জবাই ও মাংস বিক্রয়ের দায়ে ব্যবসায়ী ও মালিকের ৫হাজার...

ধামইরহাটে অসুস্থ গরু জবাই ও মাংস বিক্রয়ের দায়ে ব্যবসায়ী ও মালিকের ৫হাজার টাকা জরিমানা। 

ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে অসুস্থ গরুর মাংস বিক্রয়ের অপরাধে মো. শাকিল হোসেন (২৭) নামের এক যুবককের ৫০০০/-(পাঁচ হাজার) টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৮ ফেব্রুয়ারী  শুক্রবার সকাল ১১টায় উপজেলার দক্ষিণ চকযদু এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। জানা গেছে, উপজেলা দক্ষিণ চকযদু এলাকার রফিকুল ইসলামের ছেলে শাকিল হোসেন একটি অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রয় করছিল। গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাম্যমাণ আদালত পরিচালনা করে গরুর মালিক এবং পশু জবাইকারিকে পশু জবাই এবং মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১এর ২৪(১)ধারায় তাদের সর্বনিম্ন ৫ হাজার টাকা নগদ অর্থদন্ড অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং গরুর মাংস ও অন্যান্য সকল কিছু মাটির নিচে চাপা দিয়ে নিরাপদ ব্যবস্হা করা হয়েছে। 
 এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী এবং ধামইরহাট থানার একটি চৌকস পুলিশ ফোর্স ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments