
ছাইদুল ইসলাম ধামইরহাট প্রতিনিধি নওগাঁ
নওগাঁর ধামইরহাটে রমজান মাস উপলক্ষে সৌদি সরকারের দেওয়া উপহারস্বরূপ খেজুর এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মনসুর আলী ও উপজেলা সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম।
বুধবার (১৯ মার্চ) দুপুর একটার সময় উপজেলার চকযদু কাশিয়াডাঙ্গা মদিনাতুল উলূম ক্বাওমি মাদরাসাসহ উপজেলার তালিকাভুক্ত বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা পড়ুয়া শিশু শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, রমজান মাস উপলক্ষে সৌদি সরকারের দেওয়া উপহার স্বরূপ এসব খেজুর উপজেলার ২৪টি এতিমখানা ও মাদরাসার শিশু শিক্ষার্থীদের ইফতারের জন্য বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন মাদরাসা ও এতিমখানার শিশু শিক্ষার্থী, প্রতিষ্ঠান প্রধানসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।