
মতিউর রহমান, শিক্ষানবিশ প্রতিনিধি ধামরাই ঢাকা :
এলোকেশী উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য ক্রীড়া ও স্কাউট শিক্ষক হাজ্বী আমজাদ হোসেন মাস্টার স্মৃতি স্মরণে এক প্রীতি ফাইনাল ফুটবল খেলার আয়োজন করা হয়। হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা থাকলেও গ্রামবাংলায় কিংবা শহরে এই খেলা দেখা যায় না। বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানকে মাতিয়ে তুলতে আয়োজন করা হয় ফুটবল ও ক্রিকেট খেলার। ধামরাইতে প্রতিটি মাঠেই ঈদুল আজহার উৎসব আরো বাড়িয়ে তুলতে আয়োজন করা হয় ফুটবল ও ক্রিকেট খেলার। আমরা এরকম একটি চিত্র দেখতে পেলাম আমজাদ হোসেন মাস্টার স্মৃতি ফুটবল ম্যাচে।উনি স্বনামধন্য একজন শিক্ষক ছিলেন। ধামরাইয়ের এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানেই তিনি খেলা পরিচালনা করতেন। আজ তিনি পৃথিবী ত্যাগ করলেও তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার স্মরণে প্রতিবছরই ফুটবল ম্যাচের আয়োজন করে। তার স্মৃতি স্মরণে যে ফুটবল খেলাটির আয়োজন করা হয় তা একই গ্রামের দুইটি দলের মধ্যে। বিবাহিত বনাম অবিবাহিত এই ফুটবল খেলার একটি বিশেষ আকর্ষণ ছিল বিবাহিত দলের গোলরক্ষক যিনি ছিলেন, তার ছেলে অবিবাহিত দলের গোল রক্ষক ছিলেন। এই চিত্রটি পৃথিবীর ইতিহাসে কালজয়ী সাক্ষী হিসেবে থাকবে। একই গ্রামের ভিতর দুইটি দল তারপরেও স্টেজ, ও ট্রফির আয়োজনে আয়োজিত হয় এই খেলাটি। এই খেলায় বাংলাদেশ মেম্বার অ্যাসোসিয়েশনের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ অংশগ্রহণ করেন তিনি বিবাহিত দলের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার ছিলেন। অনুষ্ঠান যেহেতু গ্রামভিত্তিক তাই প্রধান অতিথি বিহীন এই খেলায় সভাপতি ছিলেন বাদেশ আলী ফকির। উদ্বোধক ছিলেন জনাব আব্দুস সালাম।।