বাড়িঢাকা বিভাগঢাকা জেলাধামরাইতে উপজেলা প্রশাসনের আয়োজনে চলছে দু'দিন ব্যাপী নববর্ষ উদযাপন।

ধামরাইতে উপজেলা প্রশাসনের আয়োজনে চলছে দু’দিন ব্যাপী নববর্ষ উদযাপন।

নিজস্ব প্রতিবেদক ধামরাই ঢাকা :

১৪৩২বাংলা পহেলা বৈশাখ ঢাকার ধামরাই চলছে জমজমাট বৈশাখী উৎসব। বৈশাখের প্রথম দিনে সকালবেলা শুরু হয় আনন্দ শুভযাত্রা। ধামরাই উপজেলা থেকে শুরু করে বাজার ঘুরে পুনরায় উপজেলায় এসে শেষ হয়। সকল আয়োজন করেছেন ধামরাই উপজেলা প্রশাসন যার মূল নেতৃত্বে রয়েছেন দক্ষ উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনিক। উপজেলার অফিসার এবং কর্মকর্তারা সকলেই বাঙালি সাজিয়ে সজ্জিত হয়েছিলেন। এই দিন উপজেলা মাঠে বৈশাখী মেলায় আয়োজন করা হয়। রকমারি জিনিস সম্বলিত  প্রায় অর্ধশত দোকানপাট লক্ষ্য করা যায়। এটি একটি ভিন্নধর্মী আয়োজন উপজেলা বাসী এই উদ্যোগের সন্তুষ্টি প্রকাশ করেছেন। পরের দিন উপজেলা মাঠে কনসার্টের আয়োজন করেছেন উপজেলা প্রশাসন। ১৫ এপ্রিল, বৈশাখী কনসার্টে ধামরাই আসছে

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments