
ধামরাই, শিক্ষানবিশ প্রতিনিধি :
ঢাকার ধামরাইয়ে ইছামতি নদীর একটি প্রশাখা নদী কাইঠামারা নদী। নদীটি ধামরাইয়ের দক্ষিণ অঞ্চল দিয়ে, নান্নার, সুয়াপুর, সোমভাগ,কুল্লা ইউনিয়ন হয়ে সাভার বংশী নদীতে মিশেছে। প্রাচীনকালে বাংলার যোগাযোগের প্রধান মাধ্যম ছিল নদী।
কালের বিবর্তনের সাথে এর ঐতিহ্য, সৌন্দর্য নাব্যতা সবই হারিয়ে মৃত প্রায় এই নদীটি। নদীর তীরবর্তী মানুষজন যারা বসবাস করছেন তারা অত্যন্ত দুঃখে কষ্টে জর্জরিত। কল কারখানার বর্জ্য নদীতে ফেলায় মাছ সহ জলজ উদ্ভিদ মরে একাকার হয়ে যাচ্ছে। বদ্ধ পানি ব্যবহার অনুপোযোগী ও বিষাক্ততায় রূপ নিয়েছে। মানুষ তো দূরের কথা গরু ছাগলের জন্য ব্যবহার করাও সম্ভব হচ্ছে না। মশা ও সাপের বংশ বিস্তারের অভয়আশ্রম হয়ে গেছে এই নদীটি। নদীর পাড়ের মানুষজন সব সময়ই পানিবাহিত রোগ ছাড়াও এলার্জি ও চুলকানি জনিত সমস্যায় ভুগছে।
এই হাজার হাজার মানুষের মরণফাদের নিরব ঘাতক হিসেবে তিলে তিলে রোগ ছড়াচ্ছে এই নদীটি। তাই এলাকাবাসীর দাবি নদী খননের মাধ্যমে পুনরায় নদীর নাব্যতা অটুট রাখতে চান সেই সাথে দূষণমুক্ত একটি নদী চান।